ধারের টাকা নিয়ে ফেরা হলো না, ছিনতাইকারীর হাতে প্রাণ গেল কাওসারের

ঢামেক প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৯
-67a65a5ba3f92.jpg)
রাজধানীর যাত্রবাড়ী মাতুয়াইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. কাওসার হাওলাদার (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি একটি মশার কয়েলের স্ট্যান তৈরির কারখানায় চাকরি করতেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
পরে সহকর্মী শারমিন আক্তার কাওসারকে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কাওসার পিরোজপুর সদর উপজেলার হরিনাগ্রামের হায়দার আলী হাওলাদারের ছেলে।
মাতুয়াইল মৃধা বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
সহকর্মী শারমিন বলেন, ‘আমরা একই সঙ্গে একই কারখানায় কাজ করি কাউসার আমার কাছে ৫০০ টাকা চেয়েছিল। আমি তাকে টাকাটা দেওয়ার পর তখন কাউসার মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকা দিয়ে বাসায় যাওয়ার পথে তিনজন ছিনতাইকারী তার রাস্তা গতিরোধ করে তার বুকে ছুরিকাঘাতে আহত করে। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায়।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’
মৃতের দুলাভাই শহিদুল ইসলাম বলেন, ‘রাতে খবর পাই শ্যালক ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছে।’
এআই/এমজে