Logo

রাজধানী

শেখ হাসিনার বিচারের দাবিতে শাহবাগে নারী সমাবেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯

শেখ হাসিনার বিচারের দাবিতে শাহবাগে নারী সমাবেশ

জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে শেখ হাসিনা ও তার রাজনৈতিক দল আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে নারী সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বিভিন্ন সংগঠন।

আজ রোববার বিকেল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাই এর নারীরা’ ব্যানারে এ নারী সমাবেশ শুরু হয়।

এর আগে দুপুর ২টা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীসহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যরা শাহবাগে উপস্থিত হতে থাকেন।

আয়োজকেরা জানান, জুলাইয়ের আন্দোলনে নারী শিক্ষার্থীরা অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করেন।

হলের তালা ভেঙে রাজপথে নামেন। ছাত্রদের যখন ধরে নিয়ে যাচ্ছিল, নারী শিক্ষার্থীরাই প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়েছিলেন।

তারা জানান, এই আন্দোলনসহ অতীতের সব আন্দোলনে নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তারপরও নারীরা অবহেলার শিকার, লাঞ্ছনার শিকার।

মনে রাখতে হবে, এই নারীদের মধ্যে থেকে অনেকে রাজনীতিতে আসবেন, দেশের ইতিহাস গড়বেন। তাই যেকোনো ক্ষেত্রে নারীদের এগিয়ে আসতে হবে।

জাতীয় নাগরিক কমিটির নারী সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সঞ্চালনায় নারী সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, সদস্য সারোয়ার তুষার, সালেহউদ্দিন সিফাত, মাহমুদা মিতু, অর্পিতা শ্যামা দেব, তাজনূভা জাবিন, উমামা ফাতেমা, নুসরাত তাবাসসুম, তুহিন খান, আকরাম হোসাইন প্রমুখ।

এনএমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর