Logo

সারাদেশ

বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৭

বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজধানীর নন্দীপাড়া এলাকার বাসিন্দা বদিউজ্জামানের ছেলে ব্যবসায়ী টুটুল এবং আব্দুল বাতেনের ছেলে ফিনল্যান্ড প্রবাসী হাবিব। 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, দুই বন্ধু মোটরসাইকেলযোগে সোনারগাঁয়ে ঘুরতে আসেন। দিনভর মেঘনা নদীতে গোসল ও সোনারগাঁ জাদুঘর ভ্রমণ শেষে রাতে বাড়ি ফেরার পথে টিপুরদী এলাকায় দুর্ঘটনার শিকার হন। ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে হাবিব ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত টুটুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

দুর্ঘটনার পর থেকে বাসচালক ও হেলপার পলাতক রয়েছেন। পুলিশ তাদের শনাক্তের চেষ্টা করছে।  

মো. সজীব হোসেন/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর