Logo

সারাদেশ

টিসিবির পণ্য মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩০

টিসিবির পণ্য মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির অপরাধে এক মুদি ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে একহাজার টাকা জরিমানা করা হয়।  

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চুন্টা বাজারে এ অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।  

অভিযানে ‘মেসার্স জয়দূর্গা ভান্ডার’ নামে একটি মুদি দোকানে সরকারি টিসিবি পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।  এসময় দোকানের মালিক পলাশ পালকে হাতেনাতে আটক করা হয় এবং দোকানে তল্লাশি চালিয়ে ৩৭ বোতল সয়াবিন তেল জব্দ করা হয়।  

পরে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে টিসিবি পণ্য মজুদের দায়ে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় পলাশ পালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একহাজার টাকা জরিমানা করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, ‘সরকারি টিসিবি পণ্য সাধারণ মানুষের মাঝে ন্যায্যমূল্যে বিক্রির জন্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তা মজুদ করে বেশি দামে বিক্রি করছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত অভিযান পরিচালিত হবে।’ 

এ ছাড়া, সংশ্লিষ্ট টিসিবি ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং লাইসেন্স বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।  

মো. রিমন খান/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর