Logo

সারাদেশ

ছাত্র-জনতার ধাওয়া খেয়ে পালালেন আ.লীগ নেতা

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৯

ছাত্র-জনতার ধাওয়া খেয়ে পালালেন আ.লীগ নেতা

গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিবুর রহমান ছাত্র-জনতার ধাওয়া খেয়ে পালিয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) কালিয়াকৈর উপজেলা জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় জনতার ধাওয়া খেয়ে ইউনিয়ন পরিষদ ছাড়েন তিনি।

জানা যায়, সরকার দলীয় এই চেয়ারম্যান ৫ আগস্টের পর দীর্ঘদিন পলাতক ছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি হঠাৎ করে ফিরে এসে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালামকে সরিয়ে চেয়ার ‘দখল’ করেন। 

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী ও কয়েকজন মেম্বারের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন আগে আজিবুর রহমান ইউনিয়ন পরিষদে এসে জানান, তিনি আগাম জামিন পেয়েছেন, এর কপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস ও থানায় জমা দিয়েছেন। সেইসঙ্গে তিনি দীর্ঘদিন অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন বলে দাবি করেন। প্যানেল চেয়ারম্যানের কাছ থেকে জোরপূর্বক একটি প্রত্যয়নপত্রে স্বাক্ষর নেন।

এ ঘটনার পর কালিয়াকৈর জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা খবর পেয়ে ইউনিয়ন পরিষদ ঘেরাও করার উদ্যোগ নেন। তবে আগাম খবর পেয়ে আজিবুর রহমান দ্রুত পালিয়ে যান।

বিক্ষুব্ধ ছাত্র-জনতার পক্ষ থেকে আন্দোলনকারীরা চেয়ারম্যান আজিবুর রহমান, তার ঘনিষ্ঠ মেম্বার বাবুল হোসেন ও বন্যা আক্তারকে ইউনিয়ন পরিষদে অবাঞ্ছিত ঘোষণা করেন।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

  • দেলোয়ার হোসেন/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর