Logo

সারাদেশ

বাবা-মা হারানো শিশু দিপুর দায়িত্ব নিল জামায়াত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২

বাবা-মা হারানো শিশু দিপুর দায়িত্ব নিল জামায়াত

২০২২ সালে পঞ্চগড়ের করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় বাবা-মাকে হারানো দিপু নামের এক শিশুর পাশে দাঁড়াল জামায়াত। হৃদয়বিদারক ওই দুর্ঘটনায় দিপুর জীবন থমকে গেলেও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তার কাছে যান। তাকে কোলে তুলে নিয়ে আশ্বস্ত করেন, ‘তুমি একা নও, আমরা তোমার পাশে আছি।’

তিন বছর ধরে জামায়াত তার দায়িত্ব নিয়ে দিপুর প্রতিটি প্রয়োজন মেটাতে পাশে ছিল। সম্প্রতি ডা. শফিকুর রহমান আবারও পঞ্চগড়ে এসে ঘোষণা দেন, ‘ততদিন পর্যন্ত দিপুর সব দায়িত্ব আমাদের, যতদিন না সে সাবালক হয়।’

এএইচএস/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর