Logo

সারাদেশ

পতিত স্বৈরাচার দেশে মাদক ফ্রি করে দিয়েছিল : খন্দকার নাসির

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০

পতিত স্বৈরাচার দেশে মাদক ফ্রি করে দিয়েছিল : খন্দকার নাসির

ছবি : বাংলাদেশের খবর

পতিত স্বৈরাচার সরকার ও পাশের দেশ মিলে যুবসমাজের জন্য মাদক ফ্রি করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে আলফাডাঙ্গা পৌর এলাকার বুড়াইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পৌর বিএনপির আহবায়ক রবিউল হক রিপনের সভাপতিত্বে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘একটা দেশকে থামিয়ে দিতে চাইলে তার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস, আর একটি জাতির অগ্রযাত্রাকে থামিয়ে দিতে হলে যুবসমাজকে ধ্বংস করলেই যথেষ্ট। আর যুবসমাজকে ধ্বংসের মূল হাতিয়ার হচ্ছে মাদক। পতিত স্বৈরাচার সরকার ও পাশের দেশ মিলে আমাদের যুবসমাজের জন্য মাদক ফ্রি করে দিয়েছিল। প্রতিটি থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে আওয়ামী লীগের নেতারা মাদকের ডিলার ছিল। এখন তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। তাদের কিছু দোসররা রয়ে গেছে।’

এ সময় তিনি প্রশাসনের প্রতি অনুরোধ রেখে বলেন, যে কোনো কিছুর বিনিময়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করবেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর রশীদ, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান আব্বাস, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান খসরু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইস্রাফিল মোল্যা ও সাবেক জেলা পরিষদের সদস্য ফারুক হোসেন প্রমুখ।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর