Logo

সারাদেশ

গাছের সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৯

গাছের সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি

বান্দরবানে বন বিভাগের উদ্যোগে গাছের সুরক্ষায় ‘পেরেক অপসারণ কর্মসূচি’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক।

তিনি বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। এটি শুধু অক্সিজেন সরবরাহই নয়, ফল, ছায়া ও কাঠসহ নানাভাবে উপকার করে। গাছের সুরক্ষায় আমাদের আরও সচেতন হতে হবে। গাছে পেরেক মারা বন্ধ করা জরুরি এবং এ বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।’  

এসময় আরও উপস্থিত ছিলেন, বান্দরবান পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তাহিদুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এম এম শাহনেয়াজ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম এবং প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বন বিভাগের কর্মচারীরা।  

বন বিভাগের কর্মকর্তারা জানান, পরিবেশ সুরক্ষা ও গাছের স্বাস্থ্য ঠিক রাখতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।  বৃহস্পতিবার জেলা শহরের বিভিন্ন এলাকায় গাছে লাগানো সাইনবোর্ড অপসারণ করে পেরেক তুলে ফেলা হয়েছে। 

আগামী একমাস বান্দরবানে এ কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন তারা। তবে বন বিভাগের এই উদ্যোগ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করেন, বন উজাড় ও অবৈধ বৃক্ষ নিধন রোধে কার্যকর পদক্ষেপ না নিয়ে শুধু গাছে পেরেক অপসারণ কর্মসূচি পরিচালনা করা হাস্যকর।  

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘প্রতিনিয়ত বন উজাড় হচ্ছে, অথচ বন বিভাগ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। বরং কিছু অসাধু ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশে বন ধ্বংস করা হচ্ছে।’  

স্থানীয়দের দাবি, বন বিভাগ শুধু প্রতীকী উদ্যোগ না নিয়ে বন ধ্বংসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে, তাহলেই প্রকৃত অর্থে পরিবেশ সুরক্ষিত হবে।

সোহেল কান্তি নাথ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর