Logo

সারাদেশ

মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা ৪ চোর

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৩

মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা ৪ চোর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হাজী মোকদম প্লাজা ও দেওয়ার বাজারে মোবাইলের দোকানে দুটি চুরির ঘটনা ঘটেছে। এ সময় চার চোর হাতেনাতে ধরা পড়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ দুটি ঘটনা ঘটে। 

প্রথমটি চন্দ্রা হাজী মোকদম প্লাজায়। এখানে তিন চোর একটি মোবাইল দোকানে চুরি করতে গেলে তাদের ধরে ফেলেন স্থানীয় ব্যবসায়ীরা। একই সময়ে দেওয়ার বাজারের একটি মোবাইল দোকানে চুরি করার সময় আরও দুই চোর আটক হন।

তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-ঠিকানা জানা না গেলেও স্থানীয় ব্যবসায়ীরা তাদের ধরে কালিয়াকৈর থানায় সোপর্দ করেন। 

কালিয়াকৈর থানার (উপপরিদর্শক) এসআই আবুল কালাম আজাদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দোকানগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

দেলোয়ার হোসেন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর