Logo

সারাদেশ

বগুড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৭

বগুড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শাজাহানপুর উপজেলার শেখপাড়া এলাকায় ট্রাকের চাপায় ইব্রাহিম (২৭) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় বাইপাস সড়কের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম শেখপাড়া মধ্যপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইব্রাহিম বাড়ি থেকে কাজের জন্য সাইকেল নিয়ে বের হয়ে দ্বিতীয় বাইপাস সড়কের শেখপাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।

ওসি আব্দুল ওয়াদুদ আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জুয়েল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর