Logo

সারাদেশ

রমজানকে স্বাগত জানাতে জামালপুরে শোভাযাত্রা

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৭

রমজানকে স্বাগত জানাতে জামালপুরে শোভাযাত্রা

জামালপুরে আসন্ন মাহে রমজানকে স্বাগত জানাতে এবং রমজানের পবিত্রতা রক্ষার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দয়াময়ী মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

শোভাযাত্রা শেষে বকুল তলা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, মুফতী হামিদুল ইসলাম, ডা. সৈয়দ ইউনুস আহমদসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রবাদের স্বল্প মূল্যে বাজারজাতকরণের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে সকলের প্রতি আহ্বান জানান তারা।

মেহেদী হাসান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর