Logo

সারাদেশ

ধামরাইয়ে বাবুল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৪

ধামরাইয়ে বাবুল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

ঢাকার ধামরাইয়ে কুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন (৫০) হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে নিহত বাবুলের স্ত্রী, সন্তান ও এলাকার শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন। 

মানববন্ধন শেষে ধামরাই উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। মিছিলে অংশগ্রহণকারীরা ‘বাবুল হত্যার বিচার চাই’, ‘বিচার চাই, করতে হবে’সহ নানা স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২১ ফেব্রুয়ারি দুপুরে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকায় হোম টাউনের ভেতরে বাবুল ও তার স্ত্রী সরিষা মাড়াইয়ের কাজ করছিলেন। এ সময় পূর্বশত্রুতার কারণে শওকত, মনির, আরশেদ, শরিফ, আফসান, রাজিবসহ আরও ১০-১৫ জন এসে প্রকাশ্য দিবালোকে বাবুলকে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে। 

বক্তারা দাবি করেন, হত্যাকারীরা সবাই চিহ্নিত। তারা অবিলম্বে হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন। বক্তারা আরও বলেন, যদি তাদের দাবি না মানা হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচি পালন করবেন।

আরিফুল ইসলাম সাব্বির/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর