Logo

সারাদেশ

সিলেটে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ২

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৫

সিলেটে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ২

ছবি : বাংলাদেশের খবর

সিলেটে এ যাবৎকালের সবচেয়ে বড় ইয়াবা চালানসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলায় পরিচালিত অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

অভিযানে আটকরা হলেন- জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মৃত নছির আলীর ছেলে মো. আব্দুল কাদির (৪৮) ও তার বড় ভাই মো. আব্দুল মুকিত (মুকুল) (৫৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক পলাশ পাল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের একটি টিম উত্তরকুল গ্রামে অভিযান চালায়। এ সময় আব্দুল কাদির ও আব্দুল মুকিতের বসতঘরের চিলেকোঠা থেকে ৫০ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রেজাউল হক ডালিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর