Logo

সারাদেশ

আমতলীতে জেলেদের মাঝে ৬৪ বকনা গরু বিতরণ

Icon

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৫

আমতলীতে জেলেদের মাঝে ৬৪ বকনা গরু বিতরণ

বরগুনার আমতলীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬৪টি বকনা গরু বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে আমতলী উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে, যাচাই-বাছাই পর্ব শেষে পৌরসভাসহ সাতটি ইউনিয়নের ৬৪ জন হতদরিদ্র ইলিশ জেলেকে এ গরুর বাছুর প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মহসিন, উপজেলা সমবায় অফিসার আবুল কালাম, মেরিন অফিসার অলিউর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান মাসুদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মিল্টন বিশ্বাসসহ স্থানীয় ব্যক্তিরা।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তন্ময় কুমার দাস জানান, যাচাই-বাছাই শেষে ৬৪ জন দরিদ্র ইলিশ জেলেকে এ বকনা বাছুর প্রদান করা হয়। এতে তাদের জীবিকায় পরিবর্তন আনতে সহায়ক হবে।

এস এম সুমন রশিদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর