Logo

সারাদেশ

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় শিক্ষক নিহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৯

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় শিক্ষক নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপের ধাক্কায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দাউদ হোসেন (৬৫) কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত এলাহী মালিতার ছেলে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাউদ হোসেন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পিকআপ তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, ঘাতক পিকআপ ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম বুরহান উদ্দীন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর