Logo

সারাদেশ

‘বিষ দিয়ে মাছ শিকারের ফলে পুরো ইকোসিস্টেম নষ্ট হচ্ছে’

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৯

‘বিষ দিয়ে মাছ শিকারের ফলে পুরো ইকোসিস্টেম নষ্ট হচ্ছে’

ছবি : বাংলাদেশের খবর

‘বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার’ এ স্লোগানকে সামনে রেখে বাঘ সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় খুলনা রেঞ্জের আয়োজনে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম।

সেমিনারে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. সাদিকুজ্জামান সঞ্চালনায় অন্য বক্তারা বাঘ সংরক্ষণ এবং সুন্দরবন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।

সামাজিক সংগঠন উপকূল ও সুন্দরবন সুরক্ষা বলয়ের অন্যতম সদস্য মো. ইমতিয়াজ উদ্দীন বলেন, বাঘের অঙ্গ-প্রত্যঙ্গ আন্তর্জাতিক বাজারে চড়া মূল্যে চোরাইপথে বিক্রি করতে একটি চক্র বিষটোপ বা ফাঁদে ফেলে বাঘ হত্যা করে। ওই চক্রকে চিহ্নিত করে ১৫৩ জনের একটি তালিকা প্রকাশ করেছিল ইন্টারপোল। রাজনৈতিক মদদপুষ্ট অনেকে জড়িত থাকায় তাদের কিছুই হয়নি। চক্রের মূলোৎপাটন না করতে পারলে বাঘ টিকানো যাবে না।

সাংবাদিক মো. মনিরুজ্জামান মনু বলেন, যারা সুন্দরবন রক্ষা করার কথা বলেন, তারাই তা ধ্বংস করছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আইন দিয়ে সুন্দরবন কেন্দ্রিক অপরাধ নির্মূল করা সম্ভব নয়। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশের ফুসফুস সুন্দরবন। এ সুন্দরবন রক্ষায় আমাদের সবাইকে কাজ করতে হবে। কতিপয় অসাধুদের ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য সুন্দরবনের অপার সম্ভাবনা নষ্ট হচ্ছে। বিষ দিয়ে মাছ শিকার করে পুরো ইকোসিস্টেম নষ্ট করা হচ্ছে।

প্রভাবশালীদের মনোরঞ্জনে হরিণ শিকার বাড়ছে। পর্যটকরা প্লাস্টিক ফেলে ক্ষতি করছে। এসব নির্মূল করতে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। নিয়মনীতি মেনে সুন্দরবনে যাওয়ার আহ্বান জানান।

এ সেমিনারে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সিএমসি সদস্য, পিএফ সদস্যসহ বননির্ভর বনজীবি সদস্যরা অংশগ্রহণ করেন।

ত‌রিকুল ইসলাম/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর