Logo

সারাদেশ

সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

কাউকে অ্যারেস্ট করতে হলে আমাদের অনুমতি নিতে হবে, নাহয় থানা ঘেরাও

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৩:১০

কাউকে অ্যারেস্ট করতে হলে আমাদের অনুমতি নিতে হবে, নাহয় থানা ঘেরাও

ছবি : সংগৃহীত

এবার ‘জ্বালাময়ী’ বক্তব্য দিয়ে ভাইরাল হলেন সরকারি কর্মকর্তা শেখ রাসেল। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়।

এক মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে রাসেল বলেন, ‘কে আওয়ামী লীগ করেছে? কে কী করছে, বিষয় সেটা না। সবাই আমাদের মানুষ। সবাই চৌরঙ্গীর মানুষ। এদেরকে অ্যারেস্ট করতে হলে আমাদের কাছ অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেপ্তার করা হয়, আমরা থানা ঘেরাও করব সবাই মিলে।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেটদুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

জানা গেছে, ভাইরাল রাসেল কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য চৌরঙ্গী ও বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের ভাই। তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের উপপরিচালক হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ‘জ্বালাময়ী’ এই বক্তব্য দেন রাসেল। এসময় অনেকেই তার বক্তব্য ফেসবুকে লাইভ করেন এবং রাতে তা মুহূর্তেই ভাইরাল হয়।

ভিডিওটিতে রাসেলকে আরও বলতে শোনা যায়, ‘আমরা অনেক অন্যায় করেছি। আমরা ছোট ছিলাম। আমরা বুঝিনি। আমাদের ক্ষমা করে দিন। আমাদের সাথে থাকেন। আর একটা অন্যায়ও আমাদের দ্বারা হবে না। মেহেদী রুমীর নেতৃত্বে শেখ সদর উদ্দিনের স্বপ্নের চৌরঙ্গী গড়ার ইচ্ছা আমার। আমাদের সাথে থাকেন।’

এদিকে শেখ রাসেলের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান। তিনি বলেন, এ ধরনের বক্তব্য দেওয়া ঠিক হয়নি। বিএনপি তা সমর্থন করে না।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, পুলিশ কারো কথা মতে চলবে না। পুলিশ তার নিজস্ব গতিতেই চলবে।

তবে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে জানতে চাইলে রাসেল বলেন, ‘বক্তব্যটার মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি কোনো নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়। তারপরেও যদি অন্যকিছু বলে থাকি, তা হলো স্লিপ অব টাঙ।’

ডিআর/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর