Logo

সারাদেশ

পাওনা টাকাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৩:২৪

পাওনা টাকাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (১ মার্চ) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের রয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইউপি সদস্য ও উপজেলা কৃষকলীগের সহসভাপতি আবু সালেহ মুসার সঙ্গে একই এলাকার ইউনিয়ন যুবদলের সদস্য মোকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলছিল। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুসার সমর্থক আকমল হোসেনের সঙ্গে মোকাদ্দেসের সমর্থক সুজনের কথা কাটাকাটি হয়। সেসময় উভয়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়ায়। 

এরই জেরে শনিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রয়েড়া এলাকার বিভিন্ন স্থানে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এসময় রেজাউল ইসলাম, শরিফুল ইসলাম, গোলজার হোসেন, আজিজুল ইসলাম, সাদ্দাম হোসেন, আবু কালাম, পিকুল মন্ডল, পরশ মোল্যা, সাইদুল ইসলাম, আব্বাস আলী, সাইদুর রহমান, হেলাল উদ্দিন, নাসিমা খাতুন, অমিত হোসেন, আলামিন হোসেন, মহিদুল ইসলাম, আজিজুল, কামরুল হোসেন, ওয়াজেদ আলী, হোসেন মোল্যা, জায়েদ হোসেন, আব্দুল মান্নান, নুরুল ইসলাম, মহিদুল মোল্যা, মাজিদুল মোল্যা, নাছিমা, তানজিদ, রাইয়ান, সাজিদ, সাইফুল, রবিউল ও মিজানুরসহ অন্তত ৫০ জন নারী-পুরুষ আহত হন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রয়েড়া গ্রামের মিজানুর রহমান বলেন, আকমল হোসেন ও হাসান আলী একে অপরের নিকট পাওনা টাকার দাবি করে। এ ঘটনায় শুক্রবার সন্ধায় রয়েড়া বাজারে দুজনে বিবাদে জড়িয়ে পড়ে। তারই জেরে এ সংঘর্ষের ঘটনা।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়াজ জানান, প্রায় ৪০ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঝিনাইদহ ও কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, শৈলকুপার রয়েড়া গ্রামে পাওনা টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে। এ বিষয়ে এখনও কাউকে আটক করা যায়নি। থানায় এখনও কোনো মামলা হয়নি।

এম বুরহান উদ্দীন/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর