মসজিদের ভেতরে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ২১:৫৭
-67c32e5a457c6.jpg)
চাঁদপুরের কচুয়ায় মসজিদের ভেতরে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মান্নান (৬০) নামের এক ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কাদলা ইউনিয়নের শাহাপুর গ্রামের এ ঘটনা ঘটে। শনিবার (১ মার্চ) দুপুরে গ্রেপ্তার আসামিকে চাঁদপুর আদালতে পাঠায় কচুয়া থানা পুলিশ।
স্থানীয়রা জানান, চাঁদপুর সদর উপজেলার মান্দারি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মান্নান দীর্ঘদিন যাবৎ শাহাপুর গ্রামের পাঞ্জেগানা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছেন। শুক্রবার বেলা ১১টার দিকে ওই গ্রামের ১১ বছর বয়সী কিশোরী দিয়ে আব্দুল মান্নান মসজিদ পরিস্কার-পরিচ্ছন্নের কাজ করাচ্ছিলেন। একপর্যায়ে ইমাম কিশোরীকে ঝাঁপটে ধরে মসজিদের ভেতরে ধর্ষণের চেষ্টা করে।
এ ঘটনায় শনিবার (১ মার্চ) কিশোরীর মা বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক বলেন, অভিযুক্ত আব্দুল মান্নানকে প্রেপ্তার করে আদালতে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
- আলআমিন ভূঁইয়া/এমজে