Logo

সারাদেশ

বগুড়ার শেরপুরে জাতীয় ভোটার দিবস পালিত

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৪:৪৬

বগুড়ার শেরপুরে জাতীয় ভোটার দিবস পালিত

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

রোববার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলা চত্বরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়, যা পরে হল রুমে এসে আলোচনা সভায় রূপ নেয়।

উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হক, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান, শেরপুর সরকারি মডেল ডিজে হাই স্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরে সবার কাছে ভোটের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। তারা জনগণের মধ্যে ভোটের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

আব্দুল ওয়াদুদ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর