Logo

সারাদেশ

কমিটি ঘোষণার পরের দিন ছাত্রদলের ১১ নেতার পদত্যাগ

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৬:৫৫

কমিটি ঘোষণার পরের দিন ছাত্রদলের ১১ নেতার পদত্যাগ

ফরিদপুরের বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের ১১ নেতা কমিটি ঘোষণার একদিন পরই পদত্যাগ করেছেন।

রোববার (২ মার্চ) কলেজের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি থেকে পদত্যাগ করার ঘোষণা দেন তারা। 

পদত্যাগকারীদের মধ্যে কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. শামীম হোসেন, মো. ইউসুফ শেখ, জোবায়ের হোসেন. রিভা খাতুন শাহ জালাল, তৈয়েবুর মোল্লা, ইসা খানম, আখিঁ আক্তার, উম্মে সায়মা, তাসলিমা আক্তার ও শাকিল মোল্লা।

নেতাদের অভিযোগ, কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের সহযোগী ও অছাত্রদের ঠাঁই দেওয়া হয়েছে এই কমিটিতে।

এর আগে, শনিবার (১ মার্চ) পাপ্পু বিশ্বাস নাঈমকে সভাপতি ও সম্রাট মোল্ল্যাকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য নাম ঘোষণা করে ফরিদপুর জেলা ছাত্রদল।

পদত্যাগ করা নেতাদের দাবি, পাপ্পু বিশ্বাস বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের অনিয়মিত ছাত্র। সাধারণ সম্পাদক সম্রাটও কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না। নতুন এসেই উৎকোচের মাধ্যমে পদ ছিনিয়ে নেন তিনি। অথচ হাসিনা সরকারের আমলে হামলা-মামলার শিকার হওয়া নেতাকর্মীদের কোনো গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়নি।

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করা হয়েছে। তবে প্রত্যাশিত অনুযায়ী পদ না পেয়ে অনেকেই অভিযোগ করছেন। এরপরও অনুপ্রবেশকারী থেকে থাকলে অবশ্যই খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।’

এমএম জামান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর