
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় অপরজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২ মার্চ) রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ওদুদ ফকির (২৫)। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার লোকমান ফকিরের ছেলে। আহত যুবক রিয়াজুল ফকির (২৫) একই এলাকার বাবুল ফকিরের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে দুই যুবক রাজৈর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যান। এ সময় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে মোটরসাইকেলের আরোহী ওদুদ ফকির ঘটনাস্থলেই মারা যান। এ সময় চালক রিয়াজুল ফকির গুরুতর আহত হন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোসলেউদ্দিন/এমবি