Logo

সারাদেশ

ঘুষ দিয়েও মেলেনি সরকারি নলকূপ

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ২০:১২

ঘুষ দিয়েও মেলেনি সরকারি নলকূপ

সরকারি আর্সেনিক মুক্ত গভীর নলকূপের জন্য ঘুষ দিয়ে প্রতারিত হয়েছেন তামান্না আক্তার নামের এক নারী। অভিযোগ উঠেছে, জাতীয় পার্টির নেতা শহিদুল ইসলাম শফিক ও চানগাঁও ইউনিয়নের সদস্য আনোয়ার হোসেন নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ২০২৩ সালের ১০ অক্টোবর তামান্না আক্তার সুপেয় পানির জন্য আর্সেনিক মুক্ত সরকারি নলকূপ পাওয়ার আশায় তাদের কাছে ঘুষ দেন।

তামান্না আক্তার জানান, শহিদুল ইসলাম শফিকের চেম্বারে বসে ২৫ হাজার টাকা ঘুষ দিয়ে নলকূপের আশ্বাস পেলেও বছরের পর বছর সেই নলকূপের ব্যবস্থা হয়নি। এমনকি একাধিক দফায় অভিযোগের পরও কোনো সুরাহা মেলেনি। সর্বশেষ, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগটি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারীকে নির্দেশ দেন। কিন্তু ২০ দিন অতিবাহিত হলেও এখনো প্রতিবেদন জমা পড়েনি।

ভুক্তভোগী তামান্না আক্তার বলেন, ‘২৫ হাজার টাকা ঘুষ দিয়েছি, দুই বছর ধরে শুধু আশ্বাস পাচ্ছি। আমি টাকা ফেরত চাই। তাদের বিচারের দাবি করছি।’

অন্যদিকে, আনোয়ার হোসেন দাবি করেন, ‘আমি কোনো টাকা নিইনি। শফিক তামান্নার কাছ থেকে টাকা নিয়ে নলকূপ দেওয়ার জন্য আমাকে সুপারিশ করেছিল, কিন্তু আমি দিতে পারিনি।’

অভিযুক্ত শফিক বলেন, ‘তামান্না আক্তার আমার রুমে বসে আনোয়ার মেম্বারকে দুই কিস্তিতে ২৫ হাজার টাকা ঘুষ দিয়েছে। আমি সেই টাকা নিজে গুনে আনোয়ার মেম্বারকে দিয়েছি।’

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শফিকুল বারী বলেন, ‘আমি আনোয়ার মেম্বারকে ফোন করেছিলাম, কিন্তু এখনো তারা কেউ এসে দেখা করেনি।’

উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হবে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • নিজাম তালুকদার/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর