
প্রতীকী ছবি
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ব্যাংকের জানালার গ্রীল ও ভল্ট ভেঙে ৮ লাখ ১০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। সোমবার দিবাগত (৪ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, সোমবার রাতের কোনো একসময় চোরচক্র ব্যাংকের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ভল্টের তালা ভেঙে টাকা লুট করে এবং ব্যাংকের নিরাপত্তা ফুটেজ মুছে ফেলতে সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এবং জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ইসলামী ব্যাংক বামন্দী এজেন্ট শাখার ব্যবস্থাপক জানান, ‘সোমবার ব্যাংকের লেনদেন শেষে ৮ লাখ ১০ হাজার টাকা ভল্টে রাখা হয়েছিল। সকালে ব্যাংক খুলতেই দেখা যায়, জানালার গ্রীল কাটা এবং ভল্ট খোলা। তবে গ্রাহকদের কোনো টাকা খোয়া যায়নি, তাদের লেনদেন স্বাভাবিক থাকবে।’
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। চুরির রহস্য উদঘাটনে তদন্ত চলছে, শিগগিরই অপরাধীদের শনাক্ত করা হবে।’
আকতারুজ্জামান/এটিআর