Logo

সারাদেশ

ধামরাইয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৫:২৮

ধামরাইয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা

ঢাকা জেলা প্রশাসকের নির্দেশক্রমে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নে জালসা এলাকায় অবৈধ দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে অবৈধ এমবিএম স্টার ব্রিকস ও সোনিয়া ব্রিকসে অভিযান পরিচালনা করে ইটভাটাগুলোর সস্পূর্ণ স্থাপনা ভেঙে বন্ধ করে দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটার বয়লার ও চিমনীসহ সব স্থাপনা ভেঙে বন্ধ করে দেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামনুন আহমেদ অনীক।

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামনুন আহমেদ অনীক বলেন, ‘অভিযান চালিয়ে পরিবেশের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স না থাকায় এবং অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ এমবিএম স্টার ব্রিকস ও সোনিয়া ব্রিকস সব স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’

নবীন চৌধুরী/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর