Logo

সারাদেশ

৪০ টাকার দুধ ৯০ টাকায় বিক্রি

Icon

তাড়াশ প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৭:১৭

৪০ টাকার দুধ ৯০ টাকায় বিক্রি

সিরাজগঞ্জের তাড়াশে রমজান মাসকে কেন্দ্র করে দুধের দাম ‘অস্বাভাবিক হারে’ বেড়ে গেছে। ৪০ টাকা লিটারের দুধ এখন বিক্রি হচ্ছে ৯০ টাকায়। বাজারে সিন্ডিকেট তৈরি করে এই দাম বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ করেছেন দুধ ক্রেতারা।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে পৌর শহরের দুধের বাজারে গিয়ে দেখা যায়, প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। অথচ রমজান শুরুর আগের দিনেও দুধের দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা। 

বাজারে দুধ কিনতে আসা মজিবর রহমান জানান, এখানে সাধারণ খামারিরা দুধ বাজারে বিক্রি করতে পারছেন না। বাজারে বিক্রি করতে আনা খামারিদের কাছ থেকে দুধ সস্তা দামে কিনে নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ী আব্দুস ছোবাহান খান। পরে তিনি এই দুধ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি করছেন। ফলে ৪০ টাকার দুধ এখন ৯০ টাকায় পরিণত হয়েছে।

এ বিষয়ে ‘সিন্ডিকেট সৃষ্টিকারী’ স্থানীয় দুধ ব্যবসায়ী আব্দুস ছোবাহান খান বলেন, ‘আমি খামারিদের কাছ থেকে দুধ কিনে বিক্রি করি। এটা আমার ব্যবসা, তাই ক্রয়মূল্যের তুলনায় বিক্রয়মূল্য কিছুটা বেশি নিতে হচ্ছে।’

এদিকে, বাজার মনিটরিংয়ে দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা জানিয়েছেন, নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। যদি কোনো বিক্রেতা দুধের বাজারে সিন্ডিকেট তৈরি করেন, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর