Logo

সারাদেশ

গৌরনদীতে সড়কে শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, গৌরনদী

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ২৩:০৪

গৌরনদীতে সড়কে শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ডে মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে যাত্রীবাহী বাসের চাপায় ইয়াসিন সিকদার নামের ১০ বছরের শিশু নিহত হয়েছে। 

এ ঘটনায় নিহত শিশুর নানা মজিবুর রহমান গুরুতর আহত হয়েছেন। পরে বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। নিহত শিশু ইয়াসিন সিকদার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকার বাসিন্দা।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, বরিশালগামী হাওলাদার নামের লোকাল বাস বেপরোয়াগতিতে যাওয়ার সময় পথচারী শিশু ও তার নানাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু নিহত ও তার নানা গুরুতর আহত হয়।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর লাশ উদ্ধার করে। আর আহতকে প্রথমে গৌরনদী হাসপাতালে পাঠায়। পরে তাৎক্ষণিক বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, ঘাতক বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। তবে বাসে আগুন দেওয়ার আগেই যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হয়। 

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, আগুনে বাসের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যাত্রীরা নিরাপদ রয়েছে। 

এস.এম মিজান/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর