Logo

সারাদেশ

সৈয়দপুরে যুবলীগের সাবেক সভাপতি পাইলট গ্রেপ্তার

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১০:০৬

সৈয়দপুরে যুবলীগের সাবেক সভাপতি পাইলট গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুর খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সভাপতি মাসুদ রানা পাইলটকে (বাবু) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মুন্সিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৫ মার্চ) সকালে আইনি প্রক্রিয়া শেষে পাইলটকে আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তার মাসুদ রানা পাইলট সৈয়দপুর উপজেলার খিয়ারজুম্মা হাজীপাড়ার বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা মৃত মোখলেছুর রহমানের ছোট ছেলে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির আইসি নয়ন কুমারের নেতৃত্বে একদল পুলিশ পাইলটকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, তিনি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেনের ছোট ভাই ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি। গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় তিনি বিদ্রোহী প্রার্থী হন এবং এর পরই যুবলীগ থেকে বহিষ্কৃত হন।

সৈয়দপুর থানার ওসি বলেন, নিয়মিত ডেভিল হান্ট অভিযানে মাসুদ রানা পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে সকল আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

তৈয়ব আলী সরকার/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর