টাঙ্গাইলে ‘দেবরের হাতে’ ভাবি খুন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১২:৪০
-67c9436d4d6d1.jpg)
টাঙ্গাইলের মির্জাপুরে চাচাতো ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। বুধবার (৫ মার্চ) বিকেলে উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের ইচাইল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিতু সরকার (৩৬) ইচাইল মধ্যপাড়া গ্রামের রনজিৎ সরকারের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
ঘটনার পর অভিযুক্ত মোটর মেকানিক আনন্দ সরকারকে (২৬) গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। তিনি ওই গ্রামের নিমাই সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আনন্দ সরকার দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বিদেশ যাওয়ার জন্য স্থানীয় এক ব্যক্তির কাছে দেড় লাখ টাকা জমা দিলেও তিনি বিদেশ পাঠাতে পারেননি। একাধিকবার সেই টাকা চেয়েও ফেরত পাননি। গত কয়েকদিন ধরে বাড়ির কারো সঙ্গে কথা না বলে চুপচাপ ছিলেন। বুধবার বিকেলে বাড়িতে গিয়ে মায়ের কাছে একটি দা চায়। দা হাতে পেয়ে প্রথমে তার মাকে কোপাতে যান। মায়ের চিৎকার শুনে যিনি এগিয়ে এসেছেন তাকেই এলোপাতাড়ি কোপাতে থাকেন। এক পর্যায়ে অভিযুক্তের চাচাতো ভাইয়ের স্ত্রী মিতু সরকারকে কোপানো হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় তার বাবা নিমাই সরকার (৫৫), মা মিষ্টি রানী সরকার (৪৫) ও প্রতিবেশী দুলাল সরকার (৫৫), দিগেন সরকার (৫০), দিপা সরকার (২৫) এবং সুমা সরকার (২৭) আহত হন।
আহতদের মধ্যে দুলাল সরকার ও দিগেন সরকারকে আশঙ্কাজনকভাবে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
ভাদগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কারো কাছ থেকেই ঘটনার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।’
এ বিষয়ে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারপূর্বক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।’
- রাব্বি ইসলাম/এমজে