Logo

সারাদেশ

আইনজীবী সমিতির নির্বাচন

কিশোরগঞ্জে আ.লীগের বড় জয়

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৫:০২

কিশোরগঞ্জে আ.লীগের বড় জয়

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন। বুধবার (৫ মার্চ) দিনব্যাপী আইনজীবী সমিতির ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ১টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান।

এতে সভাপতি পদে টানা তৃতীয়বার নির্বাচিত হলেন আওয়ামী লীগ সমর্থিত মো. শহিদুল আলম। আর সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপি সমর্থিত মো. আমিনুল ইসলাম রতন।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মো. মানিক (বিএনপি), মো. আব্দুর রশিদ ভুঁইয়া (আওয়ামী লীগ), সহসাধারণ সম্পাদক নাদিরা সুলতানা সোমা (বিএনপি), শাহিনুর কলি (বিএনপি), লাইব্রেরি সম্পাদক মো. আব্দুল্লাহ আল বোখারী (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক এ.এম ছাজ্জাদুল হক (বিএনপি) এবং অডিটর আবু বাক্কার সিদ্দিক (বিএনপি)।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন, আওয়ামী লীগ সমর্থিত কফিল উদ্দিন, মোহাম্মদ সারোয়ার জাহান সানি, মো. সোহাগ মিয়া এবং বিএনপি সমর্থিত মো.আবু তাহের হারুন ও মো. আহসানুজ্জামান নাসির।

আব্দুর রউফ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর