সুনামগঞ্জ সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৯:২০

ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে পাচারের সময় বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার জঙ্গলবাড়ি সীমান্ত এলাকায় এ অভিযান চালায় সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের চারাগাঁও বিওপি।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- সানস্ক্রিন ক্রিম, শার্ট-প্যান্ট ও ব্লেজারের কাপড়। এসব মালামাল জেলা কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ২ কোটি টাকার বেশি মূল্যের অবৈধভাবে নিয়ে আসা মালামাল জব্দ করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আব্দুল হালিম/এমবি