সোনারগাঁয়ে জোরপূর্বক বসতবাড়ি দখলের অভিযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ২০:১১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জোরপূর্বক বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে। একাধিকবার স্থানীয় সালিশে বিরোধপূর্ণ জমির সমঝোতার নির্দেশ দেওয়া হলেও বৃহস্পতিবার (৬ মার্চ) ছকির হোসেন ও আবু বক্করের নেতৃত্বে ‘স্থানীয় সন্ত্রাসীরা’ হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় আব্দুল আজিজ (৬০) বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার আনন্দ বাজারের দাউদেরগাঁ গ্রামে তার পৈতৃক সম্পত্তিতে বসতবাড়ি করে ভোগ-দখল করে আসছিলেন। ৫ আগস্টের পর একই এলাকার ছকির ও আবু বক্কর অবৈধভাবে জোরপূর্বক তাদের বসতবাড়ির সম্পত্তি দখলের পাঁয়তারা শুরু করে এবং বিভিন্নভাবে হুমকি প্রদান করতে থাকে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে অভিযুক্তদের নেতৃত্বে স্থানীয় ৫/৬ জনের একটি সন্ত্রাসী দল তাদের উচ্ছেদের জন্য বাড়িঘরে হামলা চালায়। এতে ৩টি বসতঘর ভাঙচুর করা হয় এবং প্রয়োজনীয় জিনিসপত্র লুট করা হয়। এছাড়া তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সোনারগাঁ থানার উপপরিদর্শক সেলিম হোসেন জানান, অভিযোগ পেয়ে ওসি স্যারের নির্দেশনায় তদন্তের জন্য ঘটনাস্থলে গেছে। ভাঙচুর ও লুটপাটের ঘটনা সত্যি। সন্ধ্যার পর ভুক্তভোগীদের থানায় আসতে বলা হয়েছে। ওসির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সজীব হোসেন/এমবি