
বরগুনার আমতলীতে অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে আমতলী পৌরসভার বকুল নেছা মহিলা কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চালিতা বুনিয়া গ্রামের বাসিন্দা মো. তৈয়ব গাজীর ছেলে মো. ইব্রাহীম এবং মো. আতাহার হাওলাদারের ছেলে মো. বেল্লাল।
পুলিশ জানায়, আটককৃত দুই যুবক ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক হন। এ অভিযানে নেতৃত্ব দেন আমতলী থানার এসআই শহিদুল ইসলাম।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সুমন রশিদ/এমবি