Logo

সারাদেশ

গবাদিপশুসহ আগুনে পুড়ল ৫ বসতঘর

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৬:১২

গবাদিপশুসহ আগুনে পুড়ল ৫ বসতঘর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীঘলকান্দা গ্রামের জব্বার শেখের একটি ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই চারপাশে ছড়িয়ে পড়ে তা। আগুন দেখে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, তবে এর আগেই পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এ সময় ঘরগুলোর মধ্যে থাকা ধান, চাল, গম, সরিষা, আসবাবপত্রসহ জব্বার শেখের চারটি ছাগল পুড়ে যায়। স্থানীয়দের মতে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সামাদ শেখের ছেলে আকু শেখ জানান, ‘জব্বার শেখের ঘর থেকে আগুনের শিখা দেখে আমরা এগিয়ে যাই, কিন্তু এসে দেখি পাঁচটি ঘর আগুনে পুড়ে গেছে। এ ছাড়া আমার চাচার চারটি ছাগল ও অনেক ফসল পুড়ে গেছে।’

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত রওনা হই আমরা। কিন্তু অর্ধেক পথ যাওয়ার পর আগুন নিভে যাওয়ার খবর পাওয়ায় আমরা ফিরে আসি। ঘটনাস্থলে আমাদের যাওয়ার প্রয়োজন হয়নি।’

মোসলেউদ্দিন/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর