চরফ্যাসনে জামায়াতের ন্যায্য মূল্যের দোকান

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১১:২৬

পবিত্র রমজান উপলক্ষে চরফ্যাসন পৌরসভার প্রাণকেন্দ্র শরীফপাড়া এসটিএস হাসপাতাল সংলগ্ন স্থানে গরিব ও অসহায় মানুষের জন্য ‘ন্যায্য মূল্যের দোকান’ চালু করেছে জামায়াতে ইসলামী চরফ্যাসন পৌর শাখা। এ দোকানে রমজানের ইফতার ও সাহরির বিভিন্ন পণ্য পাইকারির চেয়ে কম দামে ক্রয় করতে পারবেন ক্রেতারা।
এ ব্যাপারে চরফ্যাসন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন বলেন, পবিত্র রমজান উপলক্ষে গরিব ও অসহায় মানুষগুলো যেন পাইকারিতে পণ্য ক্রয় করতে পারে, সে বিষয়টি খেয়াল করে ন্যায্য মূল্যের দোকান চালু করেছি। আলহামদুলিল্লাহ শুরু থেকেই অগণিত ক্রেতা বিভিন্ন পণ্য যেমন চিনি, সয়াবিন তেল, ছোলা বুট, খেজুর, লবণ, পেঁয়াজ চাহিদামত ক্রয় করতে পারছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দোকান খোলা থাকে।
জাহানপুর বাজারের কাপড় ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, জামায়াতের ন্যায্য মূল্যের দোকান থেকে পণ্য কিনেছি। বাজারের চেয়ে সে দোকানে কম দামে বিভিন্ন পণ্য বিক্রি হয়। এটি ভালো উদ্যোগ। প্রতিটি বাজারে এমন বাজার চালু করা হলে গরিব, অসহায় ও মধ্যম আয়ের মানুষের জন্য রোজা পালনে সুবিধা হবে।
মাকসুদুর রহমান সবুজ নামের আরেক ক্রেতা বলেন, আমাদের মতো স্বল্প আয়ের মানুষের জন্য ন্যায্য মূল্যের দোকানটা ভালো হয়েছে।
সরেজমিনে ওই দোকানে গিয়ে দেখা গেছে, রিকশা শ্রমিক, অটো শ্রমিক, মধ্যম আয়ের মানুষগুলো ইফতার ও সাহরির প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে দোকানে ভিড় করছে। আবার পাইকারির চেয়ে কম দামে পণ্য ক্রয় করতে পেরে অনেক ক্রেতা জামায়াতের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এম ফাহিম/এমবি