মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৪:৫০

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ইছাপুরা-সিরাজদিখান সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলটির চালকও।
নিহত যুবকের নাম সেন্টু ঘোষ (৪০)। তিনি নবাবগঞ্জ উপজেলার কৈইলাইল গ্রামের সুভাষ ঘোষের ছেলে। আর আহত আহত প্রসেনজিৎ (৩০) কেরানীগঞ্জের রোহিতপুর এলাকার কানাই ঘোষের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ইছাপুরা-সিরাজদিখান সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে তারা দুজন সন্তোষ পাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইছাপুরা গ্রামের নান্টুর দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অটো রিকশার সঙ্গে ধাক্কা লেগে দুজনেই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেন্টুকে মৃত ঘোষণা করেন। আর চালক প্রসেনজিৎকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আবু সাইদ আপন/এটিআর