ধর্ষণের ৩ দিন পর মামলা
মাগুরার সেই শিশুর বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেপ্তার ৪

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৬:৪১
-67cc1eef49845.jpg)
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা করেছেন শিশুটির মা। ঘটনার তিন দিন পর শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করে তিনি মামলাটি করেছেন। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শনিবার (৮ মার্চ) ভুক্তভোগী ওই শিশুর মা সদর থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।
তিনি বলেন, মামলায় শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজিব শেখের ভাই রাতুল শেখ (১৭) এবং তাদের মা জাবেদা বেগমকে (৪০) আসামি করা হয়েছে এবং তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ভুক্তভোগী শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে শিশুটির শ্বাসপ্রশ্বাস চলছে বলেও জানিয়েছেন তিনি।
পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আনা হয়। সেখান থেকে দুপুরেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ডিআর/বিএইচ