Logo

সারাদেশ

নারীকে ৩ দিন আটকে রেখে গণধর্ষণের দায়ে একজন আটক

Icon

জেলা প্রতিনিধি, নরসিংদী

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০০:২৬

নারীকে ৩ দিন আটকে রেখে গণধর্ষণের দায়ে একজন আটক

নরসিংদীতে ২৩ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারীকে তিন দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ইকবাল নামে একজনকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।

মো. ইকবাল পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীরচর এলাকার বাসিন্দা।

জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নরসিংদী সদর উপজেলার পাঁচদোনার মোড় এলাকার একটি ভবনে আটকে রেখে গণধর্ষণ শিকার হয়েছেন বলে অভিযোগ করেন এক নারী। ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচদোনায় অভিযান চালিয়ে মো. ইকবাল নামে একজনকে আটক করে পুলিশ।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন বলেন, ওই নারীর দেখিয়ে দেওয়া স্থান পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলা ও আইনানুগ প্রক্রিয়া চলছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

সুমন রায়/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর