Logo

সারাদেশ

ফরিদপুরে সেভ সংগঠনের উদ্যোগে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৪:১৭

ফরিদপুরে সেভ সংগঠনের উদ্যোগে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন স্যোশাল অ্যাকটিভিটিজ ফর এনভায়রনমেন্টাল ভার্সনস (সেভ) নামে একটি সামাজিক সংগঠন।

শনিবার (৮ মার্চ) বিকেলে ও ইফতারের পরে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের স্বেচ্ছাসেবীরা অসহায় ও হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন। 

প্রতিটি পরিবারের জন্য খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাউল ৮ কেজি, চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, তেল ১ লিটার, সেমাই ২ প্যাকেট, সাবান ১ পিস, আলু ৩ কেজি, মুড়ি ১ কেজি, খেজুর ১ কেজি, স্যালাইন ৫ প্যাকেট, গুড়া দুধ ২ প্যাকেট ও মসুর ডাল ১ কেজি।

এসব বিতরণ কার্যক্রমে সেভ সংগঠনের সদস্য রিফাত হোসেন সবুজ, তরিকুল ইসলাম, শফিকুল ইসলাম, রাকিব হোসেন, মেহেদী হাসান, রাজিব সিকদার, শাহিন বিশ্বাস ও শফিকুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

রমজানের খাদ্যসামগ্রী পেয়ে এক ভ্যান চালক বলেন, 'ভ্যান চালিয়ে কোনোরকম জীবিকা নির্বাহ করি। রমজান এলে পরিবারের সবাই রোজা রাখি। এবার যেসব খাদ্যসামগ্রী পেলাম তাতে পরিবারের সবাই আনন্দের সঙ্গে রোজার মাস চলতে পারব।'

সংগঠনটির চিফ টিম ডিরেক্টর শেখ তারিকুল ইসলাম বলেন, 'আমাদের সংগঠন প্রতিষ্ঠালগ্নের শুরু থেকেই মানুষ ও মানবতার জন্য কাজ করে আসছে। গত রমজানেও আমাদের সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সহযোগিতার পর মানুষের মুখে যে হাসি দেখতে পাই; এটাই আমাদের পরম পাওয়া।'

সংগঠনটির অপর চিফ টিম ডিরেক্টর আসিফ সিকদার বলেন, 'বর্তমানে দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে গরীব অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা বিপদের মধ্যে আছেন। পবিত্র মাহে রমজানে এসব পরিবারের অধিকাংশেরই খাদ্য সামগ্রী কেনার সামর্থ্য হয় না। সেজন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের মানবিক কর্মকাণ্ড চলমান থাকবে।'

রাকিব/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর