Logo

সারাদেশ

অন্তঃসত্ত্বা গৃহবধূকে আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৫:৪৪

অন্তঃসত্ত্বা গৃহবধূকে আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে তিনদিন আটকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় একটি মামলা করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে দুইজনের নাম উল্লেখসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছেন ২৮ বছর বয়সী ভুক্তভোগী গৃহবধূ।

মামলায় নাম উল্লেখ করা দুজন আসামি হলেন- নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীরচর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ইকবাল হোসেন (৪৩) ও আব্দুল মোতালেবের ছেলে পাপ্পু মিয়া (২৯)। এছাড়াও অজ্ঞাত আরও তিনজনকে মামলায় আসামি করা হয়েছে।

এ ঘটনায় শনিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ইকবাল হোসেনকে আটক করে। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি ভুক্তভোগীর স্বামী একটি মামলায় গ্রেপ্তার হয়ে নরসিংদী কারাগারে পাঠানো হয়। এরপর ১৯ ফেব্রুয়ারি সকাল ৭টায় ইকবাল হোসেন ভুক্তভোগী গৃহবধূকে ফোন করেন এবং তাকে পাঁচদোনা এসে পাপ্পু নামের একজন উকিলের সাথে পরিচয় করিয়ে দেন। সেখানে তাকে একটি ভবনের ২য় তলায় নিয়ে গিয়ে একাধিক ব্যক্তি একাধিকবার ধর্ষণ করেন।

এ ঘটনায় গৃহবধূ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ২১ ফেব্রুয়ারি তাকে বাড়ির সামনে রেখে আসে। ভুক্তভোগী ঘটনাটি কাউকে জানাতে ভয় পেয়ে চুপ ছিলেন। পরে তার স্বামী জামিন পেয়ে বাড়ি ফিরে তার শরীর খারাপ হওয়ার কারণ জানতে চান। তবে পরে তার স্বামীকে জানালে ৭ মার্চ তিনি মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গৃহবধূকে তিনদিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে একজন আসামি গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের দ্রুত গ্রেপ্তার করতে কাজ চলছে।

সুমন রায়/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর