লালমনিরহাটে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির প্রতিবাদে মানববন্ধন

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৯:৪১

ছবি : বাংলাদেশের খবর
লালমনিরহাটে চ্যানেল ২৪ এর প্রতিনিধি সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুল, আনন্দ টিভির সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলা ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আসাদুজ্জামান সাজুকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুরে লালমনিরহাটের মিশনমোড় চত্বরে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।
সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন- লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক প্রথম আলোর প্রতিনিধি আব্দুর রব সুজন, যুগের আলো প্রতিনিধি আহমেদুর রহমান মুকুল, যমুনা টিভির প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, ডেইলি স্টার প্রতিনিধি এস দিলীপ রায়, বৈশাখী টিভির প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, বাংলাভিশনের মেহেদী হাসান জুয়েল, বাংলা টিভির ইলিয়াস বসুনিয়া, মোহনা টিভির সুমন খান, চ্যানেল ২৪ এর মাহফুজুল ইসলাম বকুল, আরটিভির তন্ময় আহমেদ নয়ন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনা নিন্দনীয়। তারা হামলাকারী ও হুমকি প্রদানকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত আসামিদের গ্রেপ্তার না করা হয়, তবে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।
এ মানববন্ধনে অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানান।
তিতুল/এমবি