মাগুরায় শিশু ধর্ষণ
রিমান্ড শুনানি হয়নি আসামিদের নিরাপত্তা শঙ্কায়

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ২০:৩৮

ছবি : সংগৃহীত
মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের নিরাপত্তা শঙ্কার কারণে পুলিশ আদালতে হাজির করতে পারেনি। এর ফলে রিমান্ড শুনানি হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, আদালতের মূল ফটকে বিক্ষোভকারীরা অবরোধ তৈরি করায় আসামিদের আদালতে নেওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঝুঁকি নিতে চায়নি।
এর আগে, সকাল ১১টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে শিক্ষার্থীরা ধর্ষণের ঘটনার প্রতিবাদে মিছিল বের করে। মিছিলটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের সামনে পৌঁছে বিক্ষোভ করে। পরে সেনাবাহিনীর আশ্বাসে তারা শহরের ভায়নার মোড়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।
মামলার তদন্তকারীরা জানায়, মূল অভিযুক্ত শিশুটির বোনের শ্বশুরকে বৃহস্পতিবার আটক করা হয়। তবে তখনও এ বিষয়ে মামলা না হওয়ায় শুক্রবার তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। শনিবার শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এখন পর্যন্ত চার আসামি কারাগারে আছেন এবং তাদের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। ধর্ষণের মামলায় আসামিদের গ্রেপ্তার দেখাতে ও রিমান্ড শুনানি করতে আদালতে হাজির করার বাধ্যবাধকতা আছে।
তদন্তকারী কর্মকর্তা, সদর থানার পরিদর্শক মো. আলাউদ্দিন জানিয়েছেন, রিমান্ড শুনানি এখনও হয়নি, প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিদের আদালতে হাজির করার জন্য নিরাপত্তার শঙ্কা থাকায় রিমান্ড শুনানি করা সম্ভব হয়নি।
এদিকে, আন্দোলনকারীরা দাবি করেছেন, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। তারা বলেন, যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে ‘মার্চ টু মাগুরা’ কর্মসূচি ঘোষণা করা হবে।
শিশুটির পরিবার জানায়, গত বুধবার রাতে মাগুরা পৌর এলাকার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেলে পরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয়। এখন শিশুটি সিএমএইচে চিকিৎসাধীন।
ডিআর/এমএইচএস