হাজীগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪২
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি নির্ধারিত মূল্য উপেক্ষা করে অতিরিক্ত দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৪ নভেম্বর) বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজারে অভিযান চালিয়ে মেসার্স জামাল ব্রাদার্সকে ৫০ হাজার টাকা এবং শাহ মিরান ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি জানান, বাজার তদারকি অভিযানের সময় মেসার্স জামাল ব্রাদার্সের বিরুদ্ধে সরকারি মূল্য উপেক্ষা করে বেশি দামে সার বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। অন্যদিকে, শাহ মিরান ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার দায়ে জরিমানা আরোপ করা হয়।
অভিযানের সময় হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। ভোক্তার অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক। অভিযানে বাজারের অন্যান্য দোকান, বেকারি, চাল ও আলুর আড়ৎ, ফিড, বীজ ও সার বিক্রেতাদের কার্যক্রমও তদারকি করা হয়।
এই পদক্ষেপ ভোক্তাদের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আলআমিন ভূঁইয়া/এইচকে