জুলাই শহীদ সেলিমের স্ত্রীর কোল জুড়ে এলো ফুটফুটে কন্যা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৮:৩৬

মৃত্যুর প্রায় সাতমাস পরে পৃথিবীতে এলো জুলাই আন্দোলনে শহীদ ঝালকাঠির নলছিটির সেলিম তালুকদারের স্ত্রীর গর্ভে রেখে যাওয়া সন্তান।
শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে ঝালকাঠি মডেল ক্লিনিকে শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমি আক্তার কন্যা সন্তানের জন্ম দেন। জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শহীদ সেলিম তালুকদার।
রোববার (৯ মার্চ) ফুল ও উপহার সামগ্রী নিয়ে সদ্য পৃথিবীতে আসা পিতৃহারা সেই নবজাতককে দেখতে ক্লিনিকে যান ঝালকাঠির জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার হোসেন, সদ্য যোগদানকৃত সিভিল সার্জন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিনসহ জেলা প্রশাসনের কর্তাব্যাক্তিরা।
এ সময এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শহীদ সেলিম তালুকদারের বাবা-মা জেলা প্রশাসককে কাছে পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পরেন। জেলা প্রশাসক তাদেরকে সান্তনা দিয়ে বলেন, শহীদ সেলিমরা এ দেশের গর্বিত সন্তান। তাদের রক্ত দেশকে মুক্ত করেছে, আর সন্তান হারানোর এই ক্ষতি কখনো পূরণ করা সম্ভব না।
এছাড়াও শহীদ সেলিমের স্ত্রী ও নবজাতকের যাবতীয় চিকিৎসা ব্যয় জেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে বলে আশ্বস্ত করেন জেলা প্রশাসক। নবজাতকের যাবতীয় চিকিৎসার সার্বিক খোজখবর নেবেন বলে জানান জেলা সিভিল সার্জন।
উল্লেখ্য বিয়ের এক বছরের মাথায় আড়াই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে জুলাই আন্দোলনে রাজধানীর ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন সেলিম তালুকদার। এরপর ঢাকার কয়েকটি হাসপাতালে চিকিৎসার জন্য দৌড়ঝাপ করলেও গত বছরের ১ আগস্ট তার মৃত্যু হয়। শহীদ বাবার ডাকনাম রমজানের সাথে মিল রেখে নবজাতক কন্যার নাম রাখা হয়েছে রোজা।
শাহাদাত হোসেন মনু/ওএফ