Logo

সারাদেশ

চাঁদপুরে মরা গরুর মাংস বিক্রি

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৮:৫৩

চাঁদপুরে মরা গরুর মাংস বিক্রি

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের শাহরাস্তিতে মরা গরু জবাই করে মাংস বিক্রির দায়ে মো. হেলাল উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি ওই এলাকার বেরনাইয়া বাজারে মাংসের ব্যবসা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ী তার অপরাধ স্বীকার করেন। তিনি আর ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না বলে অঙ্গীকার করেন। তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির উদ্দেশ্যে আনা মরা গরুর মাংস জব্দ করে স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় মাটিচাপা দেওয়া হয়।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে লিপ্ত হবেন না। সকলকে সতর্ক করে দেন এ কর্মকর্তা।

ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাকসুদুর রহমান ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনসহ পুলিশের একটি দল।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর