ধর্ষণ-নিপীড়নের বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:২৯

ছবি : বাংলাদেশের খবর
সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও সচেতন জনতা।
রোববার (৯ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা নারী নিপীড়ন ও ধর্ষণ বন্ধ এবং ধর্ষকদের বিচারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন মাহবুব, শাওন, মাহদী, জিসান, মাহমুদুল, মাহি, জামিল, জাকির, মোহসিন, বাপ্পি, নাঈম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশে নারীরা কোথাও নিরাপদ নয়, ধর্ষণের মতো এমন জঘন্য ঘটনা বর্তমানে ঘটেই চলছে। তবে আমরা এর কোনো বিচার দেখতে পাচ্ছি না। দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে, যা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়।
বক্তারা আরও বলেন, ধর্ষকরা একটি আট বছরের শিশুকেও পর্যন্ত ছাড়েনি। এমনকি আন্তর্জাতিক নারী দিবসেও দেশে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং দ্রুততম সময়ে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
আব্দুর রউফ ভুঁইয়া/এমবি