
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালক ও তার এক আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাক্ষারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানায় নেওয়া হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদের শনাক্তের জন্য কাজ চলছে।
এছাড়া কোন গাড়ির সাথে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি।
রেজাউল করিম/এমবি