মাগুরায় শিশু ধর্ষণ : মধ্যরাতে আদালতে শুনানি, ৪ আসামি রিমান্ডে

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:১৮
-67ce841ae80d6.jpg)
ছবি : সংগৃহীত
নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের রোববার (৯ মার্চ) দিনে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় রোববার গভীর রাতে রিমান্ড আবেদনের শুনানি করেছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে আসামিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদনের শুনানি করা হয়। শুনানি শেষে বিচারক মামলার মূল অভিযুক্তকে (শিশুটির বড় বোনের শ্বশুর) সাত দিনের এবং অন্য তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন রোববার মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। কিন্তু আসামিদের দ্রুত বিচারের দাবিতে দিনভর আদালত প্রাঙ্গণে ছাত্র-জনতার আন্দোলন চলায় আদালতের স্বাভাবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়নি। ফলে গভীর রাতে আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
শিশুটির মা বাদী হয়ে শনিবার (৮ মার্চ) মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এতে শিশুটির বড় বোনের শ্বশুর, শাশুড়ি, স্বামী ও ও ভাসুরকে আসামি করা হয়।
বর্তমান শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডিআর/এমআই