Logo
Logo

সারাদেশ

ফরিদগঞ্জে কাঠেরপুলের বেহাল দশা, ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১৩:৩৪

ফরিদগঞ্জে কাঠেরপুলের বেহাল দশা, ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

পাঁচ গ্রামের মানুষ চলাচলের একমাত্র কাঠেরপুলটির বেহাল দশা। ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭ নম্বর পাইকপাড়া ইউনিয়নের পূর্ব ভাওয়াল গ্রামসহ আশপাশের পাঁচ গ্রামের মানুষ চলাচলের একমাত্র কাঠেরপুলটির বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে রয়েছেন। দীর্ঘদিন মেরামত না হওয়ায় এটি ব্যবহারে ঝুঁকি বেড়েছে, প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

কাঠেরপুলটি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই পথ দিয়ে প্রতিদিন শতাধিক স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থী, রিকশা ও ভ্যানচালকসহ গ্রামের বাসিন্দারা চলাচল করেন। স্থানীয়রা দ্রুত একটি ব্রিজ বা কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন।

পূর্ব ভাওয়াল গ্রামের বাসিন্দা সৈয়দ আহমদ তালুকদার জানান, পাঁচ বছর আগে এটি বাঁশের সাঁকো ছিল। পরে স্থানীয়দের উদ্যোগে কাঠেরপুল নির্মাণ করা হয়। অতিবৃষ্টিতে দুইপাশ ভেঙে যাওয়ায় এটি এখন বিপজ্জনক।

গ্রামের আরেক বাসিন্দা দুলাল তালুকদার বলেন, নিজেদের উদ্যোগে কাঠেরপুল বানালেও এটি এখন চলাচলের অনুপযোগী। গাড়ি ও মানুষ প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। জনপ্রতিনিধিদের কাছে বহুবার বলেও কোনো সমাধান মেলেনি।

স্থানীয় ইউপি সদস্য মো. শামীম জানান, দুই বছর আগে ব্রিজ নির্মাণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শনও করা হয়, তবে এখনো কোনো বরাদ্দ মেলেনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদার বলেন, স্থানীয়দের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত বরাদ্দ পাওয়া যাবে।

গ্রামের মানুষ একটি স্থায়ী ব্রিজ বা কালভার্টের মাধ্যমে এই সমস্যার সমাধান চান। তাদের মতে, এটি নির্মিত হলে পাঁচ গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে এবং শিক্ষার্থীদের কষ্ট লাঘব হবে। সরকারি বরাদ্দ দ্রুত আসবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

এইচকে/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর