Logo

সারাদেশ

মায়ের সামনে মেয়েকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ধর্ষণের হুমকি

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৫:৩৮

মায়ের সামনে মেয়েকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ধর্ষণের হুমকি

নির্যাতনের শিকার মা ও মেয়ে। ছবি : বাংলাদেশের খবর

মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মায়ের সামনে মেয়েকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় নির্যাতনকারীরা অসহায় মেয়েটিকে ধর্ষণের হুমকি দিয়েছেন। তবে স্থানীয়দের সহযোগিতায় এ যাত্রায় মেয়েটি ধর্ষণের হাত থেকে রক্ষা পায়।

জানা গেছে, বুধবার (৫ মার্চ) উপজেলার নিলখী ইউনিয়নের বাগমারা গ্রামের শাজাহান মাদবরের স্ত্রী বেবি আক্তার (৪৫) ও মেয়ে শাবনাজ আক্তারের (১৬) ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায় একই গ্রামের ইলিয়াস মাদবরের ছেলে আমির মাদবর ও তার সহযোগীরা।

পরে স্থানীয়দের সহযোগিতায় মা ও মেয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হন। কিন্তু চিকিৎসার পাঁচ দিন পার হলেও সোমবার (১০ মার্চ) হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে মা ও মেয়ে।

এ ঘটনায় বুধবার (৮ মার্চ ) বেবি আক্তার বাদী হয়ে ইলিয়াস মাতবরের ছেলে আমির হোসেনকে প্রধান আসামি করে ১২ জনের নামে মামলা করেন।

মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলা পর থেকেই আসামি পক্ষের হুমকির মুখে রয়েছে বাদি পক্ষের লোকজন। ছদ্মবেশে হাসপাতালে এসেও বাদির ছেলে সজীব মাতব্বর মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে গেছে। 

নির্যাতনের শিকার শাবনাজ আক্তার বলেন, ‘সেদিন আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না। আমার ভাই ঢাকায় চাকরি করে। ওরা সন্ধ্যার দিকে আমাদের বাড়িতে এসে আমার ওপরে ঝাঁপিয়ে পড়ে। আমার সারা শরীরে মারধর করে। মুখ চেপে ধরে অন্যত্র নিয়ে যেতে টানা হেঁচড়া করে এবং ধর্ষণ করে মেরে ফেলার হুমকি দেয়। আমি কথা শুনে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে কালেমা পড়ছিলাম। এখনো আমি ভীষণ অসুস্থ।’ 

নির্যাতনের শিকার বেবি আক্তার বলেন, ‘আমার চোখের সামনে যখন দেখছি আমার মেয়েকে ওরা মুখ বেঁধে নিয়ে যাচ্ছে, আমি মা হিসেবে কীভাবে দাঁড়িয়ে থাকি আমি আমার মেয়েকে ছাড়াতে গেলে আমার ওপর ওরা নির্মম অত্যাচার করে। সারা দেহে এমন কোথাও নেই যেখানে আঘাতের চিহ্ন নাই। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি কিন্তু পুলিশ এখন পর্যন্ত একজন আসামিকেও ধরতে পারেনি।’ 

নির্যাতনের শিকার বেবি আক্তারের ছেলে সজীব মাতবর বলেন, ‘রোববার (৯ মার্চ) হাসপাতালে এসে অপরিচিত একজন আমাদেরকে হুমকি দিয়ে গেছে। মামলা তুলে নেয়ার জন্য। হাসপাতাল থেকে সুস্থ হয়ে যে বাড়ি ফিরতে পারব কি না অনিশ্চয়তায় আছি।’

এ বিষয় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ (পিপিএম) বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আসামি ধরার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

মো. খলিল মিয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর